স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল আটক

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-10 17:38:29

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ৯টায় রাজাবাজার এলাকা থেকে সংগঠনের কয়েকজন কর্মীসহ তাকে আটক করা হয়। দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্ছু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেরে বাংলা নগর থানা পুলিশ জুয়েলকে বাসা থেকে নিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিবৃতিতে তিনি বলেন, ‘সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে, আর তারই শিকার হল জুয়েল।’ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আবদুল কাদির ভুইয়া জুয়েলকে বাসা থেকে আটক করে শেরে বাংলা থানায় নিয়ে গেছে। গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর আদালত থেকে ফেরার সময় দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছিলেন জুয়েল। এদিকে সংগঠনের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা ও মহানগরগুলোতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর