গুগল ডুডলে বেগম রোকেয়া

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-31 15:30:57

এবার উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে বিশেষ ডুডল দিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। ডুডলে সাদা শাড়ি ও চশমা পরিহিতা বেগম রোকেয়াকে বই হাতে দেখা যাচ্ছে।ছবিতে ক্লিক করলে তার সম্পর্কে নানা তথ্য প্রদর্শন করছে গুগল। মহীয়সী এই নারীর ১৩৭তম জন্ম ও ৮৫তম মৃত্যু দিবস উপলক্ষ্যে গুগল এই আয়োজন করেছে। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে জীবনাবসান ঘটে নারী নারীমুক্তি আন্দোলনে সোচ্চার বেগম রোকেয়ার। কোনো বিশেষ ঘটনা বা ব্যক্তির স্মরণে প্রায়ই বিশেষ ডুডলের আয়োজন করে গুগল। তারই ধারাবাহিকতায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করল গুগল।

এ সম্পর্কিত আরও খবর