ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২২ মে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 03:23:13

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২২ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বুধবার (১৫ মে) দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলন করে মন্ত্রী এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, একজন ব্যক্তি বা যাত্রী এক সঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরেছি। এই হিসেবে আগামী ২২ মে পাওয়া যাবে ৩১ মের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৫ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

তিনি আরো জানান, আগামী ঈদ উপলক্ষে রাজধানীর পাঁচটি স্থান থেকে ঈদ যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী ও তেজগাঁও স্টেশন, ফুলবাড়িয়াসহ (পুরনো রেলভবন) মোট পাঁচটি স্থান থেকে যাত্রীরা অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পাঁচটি স্টেশন থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

এ সম্পর্কিত আরও খবর