সুবীর নন্দী মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 05:40:42

বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় এই শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

মঙ্গলবার (৭ মে) এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী সুবীর নন্দী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ মে) ভোর ৪টা ২৬ মিনিটে মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিলেন তিনি।

এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর