ফণীর প্রভাবে রোববার দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 23:14:46

ঘূর্ণিঝড় ফণীর কারণে রাজধানীসহ সারাদেশেই বৃষ্টি হয়েছে। একইভাবে রোববার (৫ মে) দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান। এছাড়া স্থান বিশেষে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১ মে) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের মিডিয়া সেন্টারে ব্রিফিং শেষে তিনি এসব তথ্য জানান।

আব্দুল মান্নান বলেন, 'আগামীকাল দুপুর পর্যন্ত ফণীর প্রভাবে বাংলাদেশ অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর পরবর্তী সময়ে যে বৃষ্টিপাত হবে সেটি আবহাওয়ার স্বাভাবিক নিয়মেই হবে ফণীর প্রভাবে নই। একইসাথে কাল দুপুরের পর থেকে তাপমাত্রা স্বাভাবিক হতে শুরু করবে।'

তিনি আরও বলেন, 'আমরা আশা করছি আজ মধ্যরাতের পর থেকে বাংলাদেশের নৌপথ চলাচলের উপযোগী হবে। তখন আমরা নদী বন্দরগুলোকে ২ নম্বর সিগন্যাল নামিয়ে ১ নম্বর সিগন্যাল দেখাতে নির্দেশ দেব।'

একই সাথে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতেও বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর