স্থল গভীর নিম্নচাপে রূপান্তরিত ফণী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:58:42

স্থল গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে ঘূর্ণিঝড় ফণী। এর মানে হলো-এখন আর ফণী ঘূর্ণিঝড় নয়। তবে নিম্নচাপের ফলে বায়ু তারিত জলোচ্ছ্বাসে সাগর উত্তাল থাকবে। দুই থেকে চার ফুট উচ্চাতায় হতে পারে জলোচ্ছ্বাস।

শনিবার (৪ মে) দুপুর দেড়টায় আবহাওয়া অধিদফতরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আবহাওয়াবিদ আয়েশা খাতুন।

তিনি বলেন, ফণী এখন ফরিদপুর-ঢাকা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। ফণী আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে দুপুর ১২টায় পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে অবস্থান করছিল। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর খুবই উত্তাল রয়েছে।

মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত থেকে নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সুমদ্রবন্দরকে ছয় নম্বর থেকে নামিয়ে এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় সতর্ক সংকেত থেকে নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর