সিরাজগঞ্জে ফণীর কেন্দ্র, জামালপুর, শেরপুর হয়ে যাবে ভারতে

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 02:20:34

ঘূর্ণিঝড় ফণী ডানে বাঁক নিয়ে দুপুর ১২টায় অবস্থান করছিল সিরাজগঞ্জের তাড়াশ এলাকায়। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে জামালপুরের ইসলামপুরে প্রবেশ করতে পারে বেলা ৩ টায়।

এরপর দেওয়ানগঞ্জ হয়ে শেরপুরে প্রবেশ করতে পারে ফণী। সীমান্তবর্তী জেলা শেরপুর শ্রীবরদী, ঝিনাইগাতিতে আঘাত হানতে পারে। এরপর শেরপুরের নলিতাবাড়ি ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ওপর দিয়ে ভারতে প্রবেশ করবে। সন্ধ্যা নাগাদ হালুয়াঘাট অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদফতর সূত্র ধারণা করছে।

ঘূর্ণিঝড় ফণীর কারণে ভয়াবহ ক্ষতির শঙ্কা তেমনটি আর নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, শঙ্কা আপাতত কেটে গেছে। কিন্তু ঘূর্ণিঝড়টি এখনও ঘূর্ণিঝড়ই আছে, এটি এখনও নিম্নচাপ হয়ে ওঠেনি। এজন্য জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা এখনও যায়নি।


সামছুদ্দিন আহমেদ বলেন, ফণী এখন ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া একটু ভালো হলেই লোকজনকে আশ্রয়কেন্দ্র ছাড়তে বলা হবে।

ফণী বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এজন্য সারাদেশে রোববার (৫ মে) বিকেল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তারপর থেকে আবহাওয়ার উন্নতি ঘটতে পারে।

এ সম্পর্কিত আরও খবর