ফণীর শঙ্কা অনেকটাই কেটে গেছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-19 13:08:07

ঘূর্ণিঝড় ফণীর কারণে ভয়াবহ ক্ষতির শঙ্কা তেমনটি আর নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, শঙ্কা আপাতত কেটে গেছে। কিন্তু ঘূর্ণিঝড়টি এখনও ঘূর্ণিঝড়ই আছে, এটি এখনও নিম্নচাপ হয়ে ওঠেনি। এজন্য জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা এখনও যায়নি।

শনিবার (৪ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

শনিবার দুপুর ১২টার চিত্র

 

সামছুদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে চুয়াডাঙ্গা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা ও টাঙ্গাইল অতিক্রম করছে। এটি ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া একটু ভালো হলেই লোকজনকে আশ্রয়কেন্দ্র ছাড়তে বলা হবে।

ফণী বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এজন্য সারাদেশে রোববার (৫ মে) বিকাল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। তারপর থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে।

এ সম্পর্কিত আরও খবর