আইএসের দায় স্বীকারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:23:56

রাজধানীর গুলিস্তানে ট্রাফিক পুলিশ বক্সে যে ককটেল বিস্ফোরণ হয়েছে তার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া এ বিষয়ে বলেছেন, আইএসের দায় স্বীকারের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আইএসের দায় স্বীকারের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও দেখা হচ্ছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আইএস বা অন্য কেউ প্রতারণামূলক এ ধরনের পোস্ট দিয়েছে কি না, আমাদের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অ্যান্টিটেররিজম বিশেষজ্ঞরা তা পরীক্ষা করে দেখছেন।’

অন্যদিকে, বিস্ফোরিত ককটেল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিস্ফোরিত ককটেল অনেক শক্তিশালী ছিল। ককটেলটি সাধারণ ককটেল থেকে ভিন্ন রকম। কাউন্টার টেররিজম বিস্ফোরণের ধরন, আহত হওয়ার ধরনসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করছে। ঘটনাটি জঙ্গি–সংশ্লিষ্ট কি না, নাকি সাধারণ অপরাধীরা এটি করেছে সেটি আমরা বোঝার চেষ্টা করছি।

আরও পড়ুন: বসিলায় জঙ্গি বিরোধী অভিযানের ঘটনায় মামলা

আরও পড়ুন: গুলিস্তানে ককটেল বিস্ফোরণ, ট্রাফিক পুলিশসহ আহত ৪

এ সম্পর্কিত আরও খবর