তারাপুর গণহত্যা দিবস আজ

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-08-31 01:58:46

সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারাপুর চা-বাগান গণহত্যা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে তারাপুর চা-বাগানে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৮ এপ্রিল কার্ড দেয়ার কথা বলে তারাপুর চা বাগানের ৩৯ জন শ্রমিককে জড়ো করে পাকিস্তানি হানাদার বাহিনী। তবে ওই দিন তাদের লাইন ধরে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে পাকিস্তানি সেনারা।

চা-বাগানে স্থাপিত গণহত্যার স্মারকস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সিলেটের জেলা প্রশাসক কাজী মো. এমদাদুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, উদীচী, খেলাঘরসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

এরপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক কাজী মো. এমদাদুল ইসলাম। শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর