মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

বিবিধ, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 03:36:56

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের দায়ে আটক হয়েছেন ১১জন বাংলাদেশি। একই সঙ্গে দুই পাচারকারীকেও আটক করা হয়েছে।
শুক্রবার (৫এপ্রিল) মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাম্পুং তালি এয়ার বান্তিংয়ে সেন্ট্রাল ব্রিগেড অব দ্যা জেনারেল অপারেশনের এক অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানে আটক দুই পাচারকারী মালয়েশিয়ান নাগরিক এবং তারা অভিবাসী পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সেন্ট্রাল ব্রিগেড কমান্ডার এসএসি আব্দুল ঘনি মোহাম্মদ জি রোববার (৭ এপ্রিল) বলেন, দুই জন পাচারকারীর বয়স ৩৭ এবং ৪০ বছর। তারা প্রোটন উইরা এবং প্রোটন পারসোনায় করে ১১ বাংলাদেশিকে একটি নির্মাণ সাইটে নিয়ে যাচ্ছিলেন। যাদের বয়স ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

তিনি বলেন, মালয়েশিয়ায় প্রবেশের জন্যে ইন্দোনেশিয়াকে রুট হিসেবে ব্যবহার করেছেন এই পাচারকারীরা। তারা তানজুং সেপাত হয়ে এখানে প্রবেশ করেছেন এবং সেলানগরে কাজ করতে যাচ্ছিলেন।
এই বাংলাদেশিদের ১ লাখ ২০ হাজার টাকা থেকে ২ লাখ টাকার বিনিময়ে ইন্দোনেশিয়া থেকে পাচার করে মালয়েশিয়ায় প্রবেশ করানো হয় বলে জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর