খাবারের দোকানের আড়ালে মাদক ব্যবসা

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-24 06:10:10

ফাস্ট ফুড ও বেকারি ব্যবসার আড়ালে বিদেশ মদ ও বিয়ার বিক্রয়ের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩।

এ সময় দোকান থেকে ৩০২টি বিদেশি বিয়ার ও ৪৮ বোতল মদ উদ্ধার করা হয়।

বুধবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আহসান হাবীব।

পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মার্চ) রাতে নগরীর রংপুর সরকারি কলেজ রোড সংলগ্ন এলাকার ম্যাগডোনাল্স ফাস্ট ফুড অ্যান্ড বেকারিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৩০২টি বিদেশি বিয়ারের ক্যান ও ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। এসময় শাহিন রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক শাহিন দীর্ঘদিন ধরে ফাস্ট ফুড ব্যবসার আড়ালে বিদেশি মদ ও বিয়ারের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রংপুর কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।  

 

এ সম্পর্কিত আরও খবর