ঢাকা উত্তর সিটিতে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 18:49:40

নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটপ্রহণের সুবিধার্থে ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সিটি করপোরেশন এলাকায় যদি ওই তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে ওই পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবেন।

এছাড়াও বরগুনা জেলার আমতলী পৌরসভার মেয়র পদ ব্যতীত সাধারণ নির্বাচন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়র এর শূন্য পদে নির্বাচন ও দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর, শরীয়তপুর, কুমিল্লা, চট্টগ্রাম জেলার যেসকল ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারন ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেসব এলাকায়ও সাধারন ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর