উপজেলা নির্বাচনে বড় দলের অংশ না নেওয়া হতাশাজনক: সিইসি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 14:55:28

উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর অংশ না নেওয়া হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বড় বড় রাজনৈতিক দলের উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা ইসির জন্য হতাশার খবর। আমরা সব সময় চেয়েছি, নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে সব দল অংশ না নিলেও প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, তাতে কোনো সন্দেহ নেই, সেভাবেই প্রশিক্ষণ নিতে হবে।

নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, কীভাবে সুন্দরভাবে নির্বাচন সুষ্ঠু করা যায়, সেই প্রশিক্ষণ দিতে হবে অন্যদের। প্রিসাইডিং অফিসারদের যত ভালো প্রশিক্ষণ দিতে পারবেন, তত ভালো নির্বাচন হবে৷ পোলিং এজেন্টরা যেন কেন্দ্রে থাকতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে নির্বাচন কর্মকর্তাদের। তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে, সেই বিষয়ে নজর দিতে হবে।

কোনো কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণের কারণে নির্বাচন প্রভাবিত হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নূরুল হুদা। বলেন, আপনাদের কোনো দল নেই, প্রার্থী নেই, স্বার্থ নেই। সাংবিধানিক আচরণ ছাড়া কোনো আচরণ নেই আপনাদের। তাই আচরণবিধি ভঙ্গের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আস্থার জায়গা যেন বিতর্কিত না হয়, পক্ষপাতিত্ব না হয়। পক্ষপাত করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সিইসি বলেন, ভোটে পোলিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনেক দুর্বল প্রার্থী অনেক ক্ষেত্রে পোলিং এজেন্ট সব স্থানে দিতেও পারেন না। সেক্ষেত্রে সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য ভোট পরিচালনার দায়িত্ব আপনাদের।

এ সম্পর্কিত আরও খবর