আকবর হোসেন পদক পেয়েছেন বেগম ফিরোজা

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-09-01 09:06:50

বরিশালে আধুনিক নাট্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও খেয়ালী গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠাতা আকবর হোসেন পদক পেয়েছেন নাট্য ব্যক্তিত্ব প্রফেসর বেগম ফিরোজা (মরণোত্তর)।

বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর রায় রোডস্থ কর্মবীর আবদুল খালেক খান গণপাঠাগারে খেয়ালী গ্রুপ থিয়েটারের আয়োজনে এ পদক প্রদান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এড. নজরুল ইসলাম চুন্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেয়ালী গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক সিরাজুম মুনীর টিটু।

এ সময় অন্যান্যদের মধ্যে, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাবেক সভাপতি এড. এসএম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোতালেব হাওলাদার, আকবর হোসেন পদক এর প্রবর্তক এড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু, আকবর হোসেনের পরিবারের সদস্য তানজিলা জেরিন অমি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আকবর হোসেন পদক গ্রহণ করেন নাট্য ব্যক্তিত্ব প্রফেসর ফিরোজা বেগমের স্বামী ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর