গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-05-04 20:47:48

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন হোসাইন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার (৪ মে) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নিহত কলেজছাত্র গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আক্তার আলীর ছেলে। তিনি চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আল আমিনসহ কয়েকজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যায়। এসময় সংঘবদ্ধ একদল ছিনতাইকারী এসে তাদের সঙ্গে থাকা জিনিসপত্র লুটে নেওয়ার সময় একপর্যায়ে আল আমিন বাধা দিলে তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আল আমিনের সাথে থাকা সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম রাফি জানান, আল আমিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর