কুমিল্লায় দায়ের করা নাশকতা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-09-01 23:25:34

২০১৫ সালে কুমিল্লায় দায়ের করা নাশকতার একটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলি ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এআইজি (মিডিয়া) সহেলি ফেরদৌস জানান, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় দায়ের হওয়া নাশকতার একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ডিএমপিতে এসে পৌঁছেছে।’ তবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানিয়েছেন, ‘কারা কর্তৃপক্ষের হাতে খালেদা জিয়ার নতুন কোনও মামলার কাগজপত্র এখনও পৌঁছেনি।’ প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিএনপি’র অবরোধ চলাকালে কুমিল্লায চৌদ্দগ্রাম এলাকায় ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা ছোঁড়া হয়। এতে আগুনে দগ্দ হয়ে ৮ জন নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা পুলিশ ৫৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। এছাড়া অজ্ঞাত ১৫ থেকে ২৯ জনকেও এ মামলায় আসামি করা হয়। এ মামলায় প্রধান আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। গত বছরের অক্টোবরে দেয়া পুলিশের অভিযোগপত্র আজ গ্রহণ করে আদালত। অভিযোগপত্র গ্রহণের পরিপ্রেক্ষিতেই বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা ভোগ করছেন।

এ সম্পর্কিত আরও খবর