২ শিশুকে অভিভাবকের দায়িত্বে দিয়েছে পুলিশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 04:55:32

মা-বাবাকে খুঁজে বের করে ২ শিশুকে তাদের হাতে তুলে দিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।

পুলিশ জানায়, দ্বিতীয় বিয়ে করে তাদের বাবা আলাদা থাকেন। এদিকে দুই ছেলেকে রেখে মা চলে গেছেন অন্য কোথাও। এমন অবস্থায় রাস্তায় কাঁদছিল দুই ভাই। এরপর তাদের মা ও বাবাকে খুঁজে বের করে দুই শিশুকে পুলিশের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

ওসি আব্দুর রশিদ বলেন, গত রাতে হাতিরঝিল এলাকার খেজুর গাছ গলিতে শাহিন (৫) ও শাকিল (১ বছর) নামের দুই ভাইকে কাঁদতে দেখে স্থানীয়রা হাতিরঝিল থানা পুলিশকে খবর দেয়।

তিনি বলেন, দুই ভাইকে থানা হেফাজতে নেওয়ার পর তারা অভিযোগ করে তাদের বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকেন। তাদের মা কোথায় চলে গেছেন তারা জানে না।

পুলিশ জানায়, অসুস্থ শিশুদের উদ্ধারের পর রাতেই চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ওসি বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব নয়াটোলা এলাকায় তাদের মা বুলু বেগম ও রাত ২টা ৪০ মিনিটের দিকে মগবাজার এলাকায় বাবা মাসুদের সন্ধান পায়। পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে অঙ্গীকার করে।

এরপর রাতেই হাতিরঝিল থানার একটি টহল গাড়িতে করে শাহিন, শাকিল ও তাদের মা-বাবাকে তাদের বাসায় পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর