ফরিদপুর-১ আসনে এগিয়ে দোলন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 09:24:40

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে নতুন ভোটারদের সংখ্যা এক লাখের ওপরে।বিপুলসংখ্যক এই ভোটারের প্রত্যাশাপূরণে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান দোলন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাই মনে করেন।

আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহাদুল হাসান আহাদ বলেন, ‘এবারের সংসদ নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে নতুন ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তারা এমন একজনকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান, যার সঙ্গে তারা কথা বলতে পারেন। কাজ করতে পারেন। মিশতে পারেন; যিনি প্রযুক্তি বোঝেন। মানুষের সঙ্গে সদ্ব্যবহার করেন। নতুনদের এই প্রত্যাশার জায়গায় আরিফুর রহমান দোলন অন্যতম। তিনি সবার সঙ্গে সহজে মিশতে পারেন। মানুষ তাকে ভালোবাসে। পছন্দ করে।’

আলফাডাঙ্গা আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। এই উপজেলার ভোটেই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হয়। অথচ এখন পর্যন্ত এই উপজেলা থেকে কেউ ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হতে পারেননি। এবার আরিফুর রহমান দোলনকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়ভাবে।’

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এম জালাল উদ্দিন বলেন, ‘আলফাডাঙ্গার মানুষ আজীবন নৌকায় ভোট দিয়ে আসছে। কিন্তু আমরা এখনো আমাদের কাউকে সংসদে পাঠাতে পারিনি। এবার আমরা আরিফুর রহমান দোলনকে নিয়ে আশাবাদী। তিনি এই অঞ্চলের ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। যা দলের জয়কে সহজ করবে।’

বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ময়না ইউনিয়নের চেয়ারম্যানে নাসির মো. সেলিম বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত সামাজিক কর্মকাণ্ড করে সাধারণ মানুষের মধ্যে খুবই ইতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছেন আরিফুর রহমান দোলন। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদরাসাসহ ধর্মপ্রাণদের সঙ্গে নিবিড় যোগাযোগ-সম্পর্ক রয়েছে। তার আচার-ব্যবহারও ভালো।’

মধুখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদুল আলম বলেন, ‘আরিফুর রহমান দোলন তিন উপজেলায় চক্ষু শিবির করে প্রায় তিন হাজার মানুষকে চক্ষুসেবা দিয়েছেন। এ ছাড়া কম্পিউটার প্রশিক্ষণ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ সেবামূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন। নারী ভোটারদের মধ্যেও তিনি বেশ জনপ্রিয়। মানুষ তাকে নিজেদের লোক মনে করে। নিজেদের ছেলে মনে করে। জনগণের কাছে তিনি প্রতিশ্রুতিশীল। এসব বিষয় অন্যদের সঙ্গে দোলনের পার্থক্য গড়ে দিয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর