খুলনায় নবান্ন উৎসব বৃহস্পতিবার

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 21:15:00

নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। বাঙালির এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সরকার দেশব্যাপী নবান্ন উৎসব উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

খুলনাতেও বৃহস্পতিবার, (১৫ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ এ উৎসব পালনের লক্ষে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

ঐ দিন সকাল সাড়ে আটটায় খুলনা কালেক্টরেট চত্ত্বর থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। সকাল নয়টা হতে দিনব্যাপী শহীদ হাদিস পার্কে ‘মেলা ও পিঠা উৎসব’ অনুষ্ঠিত হবে।

এছাড়া হাদিস পার্কে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিশু একাডেমি ‘নবান্ন ও গ্রামীণ বাংলা’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করবে। নবান্নের দিন শহীদ হাদিস পার্কেও অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।

এ সম্পর্কিত আরও খবর