দুদকের মামলায় রিজেন্ট সাহেদের ৩ বছরের কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 18:02:47

দুদকে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ আগস্ট) বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন।

দণ্ডের অতিরিক্ত তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় বেকসুর খালাস দেওয়া হয়।

গত ১০ আগস্ট দুই পক্ষের যুক্তিতর্ক শুনে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় রায়ের জন্য আজ দিন ঠিক করেছিলেন।

অবৈধভাবে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ ২০২১ সালের ১ মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে মামলাটি করেন।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি দুদক আদালতে চার্জশিট জমা দেয়। এরপর গত ১৭ জুলাই সাহেদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার বিচার চলাকালে সময়ে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন।

এ সম্পর্কিত আরও খবর