২২ বছর পর নার্সারির মালি হত্যায় দু’জনের ফাঁসির আদেশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 18:46:36

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় নার্সারির মালি আবুল হোসেন হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (৯ জুলাই) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নার্সারি মালিক মুস্তাফিজুর রহমান ওরফে লিটন এবং মালি আনোয়ার হোসেন ওরফে আনারুল।

আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আসামি মুস্তাফিজুর রহমান বিমান বাহিনীর কুর্মিটোলায় একটি নার্সারি করেন। ২০০১ সালের ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে আবুল হোসেনের মৃতদেহ এম ইউ বিল্ডিংয়ের অফিসের পিছনে ম্যান হলের মধ্যে পাওয়া যায়। এ ঘটনায় নার্সারির অপর মালিক আবু তাহের ৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা করেন।

২০০৩ সালের ২৬ জুন আসামিদের বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে ১৯ জন সাক্ষীর মধ্যে ১৪ জনেরই সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

 

এ সম্পর্কিত আরও খবর