আদালতের পর্যবেক্ষণ: সিনহা হত্যা পূর্ব পরিকল্পিত

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 02:07:31

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন আদালত।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণার এই পর্যবেক্ষণ জানান। ৩০০ পৃষ্টার রায়ের সারসংক্ষেপ পড়ছেন বিচারক। 

এর আগে আলোচিত এই মামলায় আদালতের রায়ে ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। এছাড়া, রায়ে ১১ জনকে যাবজ্জীবন ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে নয়টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। তাঁর সঙ্গে থাকা সাহেদুল ইসলামকে (সিফাত) পুলিশ গ্রেফতার করে। এরপর সিনহা যেখানে ছিলেন, সেই নীলিমা রিসোর্টে ঢুকে তাঁর ভিডিও দলের দুই সদস্য শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নুরকে আটক করে। পরে তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এই দুজন পরে জামিনে মুক্তি পান।

ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন: ওসি প্রদীপের ফাঁসি চেয়ে আদালতের সামনে মানববন্ধন

সিনহা হত্যার রায় পিছিয়ে দুপুর ২টায়

প্রদীপ-লিয়াকতের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা সিনহার বোনের

সিনহা হত্যার রায় জানতে আদালতে ভিড়

সিনহা হত্যা মামলার আসামিরা এজলাসে, রায়ের অপেক্ষা

সিনহা হত্যা মামলার রায় পড়া শুরু

এ সম্পর্কিত আরও খবর