ইরান তেল স্থাপনায় হামলা করলে তা যুদ্ধের অংশ: সৌদি আরব

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 11:23:27

তদন্তে যদি প্রমাণ হয় যে গত সপ্তাহে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি বৃহৎ তেল স্থাপনায় ইরানই হামলা চালিয়ে ছিলো, তাহলে সৌদি এটিকে যুদ্ধের একটি অংশ হিসেবেই দেখবে। তবে সৌদি একটি শান্তিপূর্ণ সমাধান চাইছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৌদির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি বলেন, ‌‘আমরা ইরানকে দায়ী করি কারণ সৌদি আরবে যে মিসাইল আর ড্রোনগুলি চালানো হয়েছিল, সেগুলো ইরানের নির্মিত এবং ইরান দ্বারা সরবরাহ করা হয়েছিল। আমরা মনে করছি এটা যুদ্ধেরই একটি অংশ। আমরা তদন্তের ফলাফলের অপেক্ষায় আছি। এই ঘটনায় আন্তর্জাতিক একটি তদন্তদলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইরান যদি এই পথে অব্যাহত থাকে, তবে তারা সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা ঝুঁকিপূর্ণ করে তুলবে। কেউ যুদ্ধ চায় না। প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে এটিকে সমাধান করতে চায়। ইরানের আগ্রাসী নীতিগুলির শেষ পরিণতি হতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, গত সপ্তাহে সৌদির তেল স্থাপনায় হামলা দায় স্বীকার করে নেয় ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। কিন্তু মার্কিন সরকার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই হামলার সঙ্গে ইরান জড়িত।

এ সম্পর্কিত আরও খবর