দুদিনের ধর্মঘট শুরু করল ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা

ইউরোপ, আন্তর্জাতিক

ফিচার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 01:35:10

দেনা-পাওনা নিয়ে চলমান বিতর্কের জের ধরে দুদিনের ধর্মঘট শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা।

এই বিবাদে বাধাগ্রস্ত হয়ে ইতোমধ্যে বাতিল করা হয়েছে ১,৭০০টি ফ্লাইট। হাজার হাজার যাত্রীকে এয়ারপোর্টে না আসতে বলা হচ্ছে।

পাইলটদের সংগঠন বালপা’র অভিযোগ, ব্রিটিশ এয়ারওয়েজের ব্যবস্থাপকদের ব্যয় সঙ্কোচন ও ব্র্যান্ডকে সহজলভ্য করে তোলার ব্যাপারটি কমিয়ে দিয়েছে এয়ারলাইন্সের আত্মবিশ্বাস।

কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান অ্যালেক্স ক্রুজ বলেছেন, বিমান পরিচালনার জন্য এত বড় বিনিয়োগ এর আগে আর হয়নি।

উভয় পক্ষই বলছে সংলাপ চালানোর ব্যাপারে তারা অত্যন্ত আগ্রহী। কিন্তু এনিয়ে কোনো তারিখ এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। দাবি পূরণ না হলে পাইলটরা ২৭ সেপ্টেম্বরে আরেকবার ধর্মঘটে যাওয়ার কথাও ঘোষণা করেছে।

বালপা’র সাধারণ সম্পাদক ব্রায়ান স্টার্টন বলেন, “মধ্যস্থতায় ফিরে গিয়ে বিবাদ নিরসনে ভালো একটি প্রস্তাবনা উপস্থাপন করার সময় এখন।”

কিন্তু তিনি বিবিসিকে জানিয়েছেন, যেখানে ব্রিটিশ এয়ারওয়েজ জনসম্মুখে বলছে তারা কথা বলতে আগ্রহী, সেখানে বাস্তবে তারা কথা বলতে বা মধ্যস্থতায় আগ্রহী নয়।

তিনি আরো বলেন, “যদিও বিবাদের বিষয় দেনা-পাওনা, কিন্তু এয়ারলাইন্সের কর্ম প্রক্রিয়া নিয়েও বিরাজ করছে ব্যাপক অসন্তোষ।”

এয়ারলাইন্স পরিচালনায় দায়িত্বরতরা কাস্টমার ও স্টাফদের কাছ থেকে শেষ টাকা-কড়িটাও চেপে বের করে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তবে, পাইলটদের এই দাবি নাকচ করে দিয়ে ব্রিটিশ এয়ারওয়েজে বলছে, পাইলটদেরকে দেওয়া হচ্ছে বিশ্বমানের বেতন।

এ সম্পর্কিত আরও খবর