হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 20:40:39

হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অব্যাহত রয়েছে।  প্রায় একমাস ধরে চলতে থাকা প্রত্যর্পণ বিল স্থগিতের দাবিতে, দ্বিতীয়বারের মতো এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

সোমবার (১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হংকং ও চীনের শাসনকালের ২২তম বর্ষপূর্তিতে পুলিশ আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর পেপার স্প্রে প্রয়োগ করে। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জও করা হয়।

 রাস্তা বন্ধ করে বিক্ষোভকারীদের অবস্থান, ছবি: সংগৃহীত

 

বিক্ষোভকারীরা হংকংয়ের হাইকোর্ট এবং লাংও রাস্তা বন্ধ করতে আসলে পুলিশ তাদের বাধা দেয়। তারা শহরের প্রধান কিছু সড়কে ব্যারিগেড দিয়ে বাস চলাচল বন্ধ রেখেছে।  

বৃষ্টিতে ছাতা নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেয়, ছবি: সংগৃহীত

 

সূত্র জানায়, হংকং শহরের ওয়াং থাইয়ের সাবওয়ে স্টেশন থেকে শুরু করে বেশ কয়েকটি প্রধান সড়কে বিক্ষোকারীরা অবস্থান নিয়েছে। মাস্ক, ছাতা এবং হ্যান্ড মাস্ক পেপার নিয়ে তারা অবস্থান করছেন।

পুলিশের ছোড়া পেপার স্প্রে থেকে বাঁচতে মাস্ক পরিধান করেছে বিক্ষোভকারীরা,  ছবি: সংগৃহীত

 

বিক্ষোভকারীরা বলেন, এটি আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যুদ্ধ।  

কালো পতাকা উড়িয়ে বিক্ষোভে অবস্থান,  ছবি: সংগৃহীত

 

বিক্ষোভে অংশগ্রহণকারীরা সবাই কালো পোশাক পরিধান করে এবং কালো পতাকা উড়িয়ে বিক্ষোভে অংশ নেন।  

মাস্ক ও ছাতা ব্যবহার করে নিজেদের রক্ষা করছেন, ছবি: সংগৃহীত

 

গত ৯ জুন থেকে শুরু হওয়া প্রত্যর্পণ বিল স্থগিতের দাবি নিয়ে হংকংয়ের সাধারণ মানুষ রাস্তায় নামে। শহরের প্রধান কিছু সড়কে শান্তিপূর্ণ অবস্থান নেন বিক্ষোভকারীরা। চীনের হস্তক্ষেপ থেকে নিজেদের মুক্তির বার্তা চেয়ে বিক্ষোভকারীরা এই কর্মসূচি শুরু করেন।

রাস্তায় ব্যারিগেড দিচ্ছেন বিক্ষোভকারীরা,  ছবি: সংগৃহীত

 

এদিকে, গত ১২ জুন পুলিশ বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থানে টিয়ারগ্যাস, পেপার স্প্রে ও রাবার বুলেট নিক্ষেপ করে বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়েন। 

আরও পড়ুন,

 হংকংয়ে পুলিশ সদর দফতরে বিক্ষোভকারীদের অবস্থান

প্রত্যর্পণ বিল স্থগিত করল হংকং সরকার

চীনের প্রত্যর্পণ বিলের প্রতিবাদে নতুন ‘আমব্রেলা মুভমেন্ট’

গণবিক্ষোভের মুখে হংকংয়ে সরকারি দফতর বন্ধ ঘোষণা

 

এ সম্পর্কিত আরও খবর