যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে ট্রাম্পের পছন্দ বরিস জনসন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 22:00:21

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে দ্যা সান-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি বরিস জনসন ভালো একটি পছন্দ হবে যুক্তরাজ্যের জন্য।’ প্রধানমন্ত্রী প্রার্থী অন্যরাও তাঁর সমর্থন চেয়েছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি যে কাউকে সাহায্য করতে পারব।’

কোনো ধরনের চুক্তি ছাড়াই ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে প্রস্তুত ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাবিদ। এরপরই ট্রাম্প এ মন্তব্য করেন।

দ্যা ডেইলি মেইল এ প্রকাশিত এক লেখায় সাজিদ জাবিদ একটি আগাম সাধারণ নির্বাচন অথবা ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে আর্টিক্যাল-৫০ প্রত্যাখ্যান করতে আরেকটি গণভোট প্রত্যাখ্যান করেছেন।

ট্রাম্প বলেছেন যে, যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে কারা আসছেন সেদিকে তিনি তীক্ষ্ণ নজর রাখছেন, যার মাধ্যমে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবে।

তিনি বলেন, ‘আমি খুবই ভালোভাবে এটা পর্যবেক্ষণ করছি। এর মধ্যে বিভিন্ন প্রার্থীদের আমি চিনি। কিন্তু আমার মনে হয়, বরিস জনসন সবচেয়ে ভালো হবে, চমৎকার হবে। আমি তাকে পছন্দ করি। আমি সবসময় তাকে পছন্দ করতাম।’

‘বরিস জনসন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিনা আমি জানি না কিন্তু আমি মনে করি তিনি খুবই ভালো লোক, একজন মেধাবী ব্যক্তি।’

প্রার্থীদের মধ্যে কারা তার সমর্থন চেয়েছেন- জানতে চাইলে ট্রাম্প তাদের নাম প্রকাশ করেননি। তিনি বলেন, ‘আমি সমর্থন দিয়ে যে কাউকে সহযোগিতা করতে পারি।’

ট্রাম্প এ সময় আরেক প্রার্থী যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের প্রতিও তার ভালো লাগার কথা বলেন। দ্যা সানকে তিনি বলেন, ‘আমি তাকে (জেরেমি হান্ট) পছন্দ করি।’

এদিকে ইরানের বিষয়ে সমালোচনা করায় পরিবেশ মন্ত্রী মাইকেল গভের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।

এ সম্পর্কিত আরও খবর