মিয়ানমার সেনাদের সাহায্য প্রত্যাহারের আহ্বান জাতিসংঘের

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-29 00:46:33

মিয়ানমার সেনাবাহিনীকে বিশ্ব সম্প্রদায়ের সব ধরনের সহযোগিতা এখনই বন্ধ করা দরকার বলে মত দিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের কমান্ডাররা মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার জন্য দায়ী উল্লেখ করে মিয়ানমারে একটি ‘ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন শেষে জাতিসংঘের পরিদর্শক দল এক বিবৃতিতে এ মন্তব্য করে।

বিবৃতিতে তারা আরও বলেন, সংখ্যালঘু রোহিঙ্গাদের রক্ষার্থে তাদের কোনো অগ্রগতি ছিল না। যাদের প্রায় ১০ লাখ ইতোমধ্যেই রাখাইন রাজ্যে হওয়া জাতিগত নিধনে দেশ ত্যাগ করেছেন। জাতিসংঘের স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সভাপতি মারজুকি দারুসম্যান বলেন, পরিস্থিতি একদম স্থবির হয়ে আছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাশূন্য গ্রামগুলো ধ্বংস করছে, নৃশংসতার অপরাধমূলক প্রমাণগুলোও মুছে ফেলছে। প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ সামরিক ভীতির জুজুতে আক্রান্ত।

দারুসম্যান বলেন, সেখানে থেকে যাওয়া রোহিঙ্গাদের প্রকৃত উন্নতির জন্য সেখানকার কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

২০১৭ সালে ৭ লাখ ৩০ হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে দেশ ত্যাগ করে। এসময় দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ উঠে। এখন প্রায় ১০ লাখ রোহিঙ্গা নির্বাসনে আছেন।

সূত্র: গার্ডিয়ান।

 

এ সম্পর্কিত আরও খবর