ফিলিস্তিনি হত্যার বিচার চাইলেন জাতিসংঘের দূত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-24 22:40:42

ফিলিস্তিনি যুবক হামদি নাসান হত্যায় ইসরায়েলের সমালোচনা করেছেন জাতিসংঘের দূত নিকোলাই ম্লাদেসনভ। এই হত্যাকাণ্ডের বিচার করতে ইসরায়েলে প্রতি আহবান জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনের দখল হওয়া পশ্চিম তীরে ওই যুবককে হত্যা করে ইসরায়েলে অধিবাসীরা। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক এই দূত এই হত্যাকাণ্ডকে অপ্রত্যাশিত এবং দু:খজনক বলে অভিহিত করেছেন।

পশ্চিম তীরে অধিবাসীদের সংঘাত বন্ধ এবং ওই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে রবিবার ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

৩৮ বছর বয়সী হামদি গত শনিবার স্থানীয় আল-মুঘেইর গ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেখানে অবৈধভাবে দখল করা ইসরায়েলের বাসিন্দারা তাকে গুলি করে। তাদের গুলিতে সেদিন অন্তত ৩০ জন আহত হন। রবিবার হামদির শেষকৃত্যে হাজারো মানুষ জড়ো হয়।

এ সম্পর্কিত আরও খবর