সরকারের অচলাবস্থা অবসানে বিলে সাক্ষর করেছেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 22:43:59

তিন সপ্তাহের একটি বাজেট বিলে সাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিলে গত মাসে মেক্সিকো সীমান্তের দেওয়াল নির্মাণে তার অনুরোধের ৫.৭ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত নেই।

শুক্রবার হোয়াইট হাউস ঘোষণ করেছে, বিলে সাক্ষরের কারণে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ হওয়া সরকারি দফতরগুলোকে চালিয়ে নেওয়া সম্ভব হবে। এ অর্থায়নের ফলে যুক্তরাষ্ট্র সরকারের চলা ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থার অবসান হবে বলেও আশা করা হচ্ছে।

শুক্রবার এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সরকারকে তিন সপ্তাহের জন্য চালু করতে আমি একটি বিলে সাক্ষর করেছি। এই অচলাবস্থা অবসানে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি।’

হাইস এবং সিনেটের আইন প্রনেতাদের এক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি আশা করব পরবর্তী ২১ দিনের মধ্যে সকলে (ডেমোক্র্যাট এবং রিপাবলিকান) বিশ্বাস স্থাপন করবে।’

সিনেটের ডেমোক্রেটিক লিডার চাক স্ক্যামার শুক্রবার একটি নিউজ অ্যাজেন্সিকে বলেন, ‘আমাদের অনুরোধে প্রেসিডেন্ট সরকারকে চালু করতে সম্মতে হয়েছেন। এরপর সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।’

এ সম্পর্কিত আরও খবর