মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 03:07:30

নির্মাণাধীন ২১ তলা ভবনের ওপর থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বাংলাদেশি শ্রমিকের। মালয়েশিয়ার মালাক্কা শহরে এই দুর্ঘটনায় প্রাণ হারান ৩৮ বছর বয়সী প্রবাসী শ্রমিক মোহাম্মদ নাসির। 

২১ তলার ভবনের ওপর থেকে পাশের একটি দুই তলা বাড়ির ওপর আছড়ে পড়ে নাসিরের দেহ। এই সময় একটি ভারি ভীমও নাসিরের সঙ্গে নিচে পড়ে।

স্থানীয় সময় সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। জালান ওং কেং হুনে একটি নির্মাণাধীন কন্ডোমিয়ামের ২১ তলায় কাজ করছিলেন নাসির।

পাশের দ্বিতল ভবনের মালিক ৫৫ বছর বয়সী তান সু পুয়ে বলেন, ‘দ্বিতীয় তলায় বিকট শব্দ শুনে সেখানে ছুটে যাই। আমার গৃহপরিচারিকা দৌড়ে ছুটে আসেন। তার চোখে মুখে ভয় ছিল। দেখি দ্বিতীয় তলার সিলিং ভেঙে একটি লাশ থেঁতলে পড়ে আছে। বুঝতে পারি পাশের নির্মাণাধীন ভবন থেকে ব্যক্তিটি পড়ে গিয়েছেন।’

তিনি বলেন, ‘আমার বৃদ্ধা মা ঐ রুমেই থাকতেন। তবে আমাদের জন্যে ভাগ্য যে ঐ সময় মা ঐ ঘরে ছিলেন না। থাকলে ঐ শ্রমিক এবং ভারী ভীম মায়ের গায়ে পড়ে আরেকটি দুর্ঘটনা ঘটতে পারতো।’ 

জালান কুবু ফায়ার সার্ভিস ও উদ্ধার স্টেশনের প্রধান ডেপুটি এনফোর্সমেন্ট অফিসার কামরুলজ্জামান মো. দিন বলেন, ‘১০টা ২৭ মিনিটে ওই স্থান থেকে একটি ইমার্জেন্সি এলার্ট পাই।’

‘সেখানে পৌঁছে দেখি দ্বিতল ভবনের দোতলার সিলিংয়ে একটি লাশ ঝুলে আছে। বাড়িটির ছাদ ও পেছনের অংশেও ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘নাসির একটি ভারী ভীমসহ ২১ তলা থেকে পড়ে যান। এই কারণেই পাশের বাড়িটির ক্ষতি হয়েছে। সেখানে পৌছে নাসিরের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর