ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-14 17:21:52

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার (১৪ মার্চ) জানিয়েছেন, গাজায় ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাসিন্দাদের ভিড়ের মধ্যে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ছয় ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

গাজার বাসিন্দা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, বুধবার সন্ধ্যায় উত্তর গাজা শহরের কুয়েত গোলচত্বরে ফিলিস্তিনিরা যখন ত্রাণসামগ্রী নিতে ছুটছিল, তখন ইসরায়েলি বাহিনী গুলি চালায়।

ওই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করার রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

উল্লেখ্য, গাজার সংঘাত ছিটমহলর ২.৩ মিলিয়ন জনসংখ্যার বেশিরভাগকে বাস্তুচ্যুত করেছে এবং সেখানকার মরিয়া ক্ষুধার্ত মানুষ খাদ্যের জন্য ছুটছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, গত ২৯ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী ১০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে, যখন তারা গাজার কাছে সাহায্যের জন্য অপেক্ষা করছিল।

ইসরায়েল ওই মৃত্যুর জন্য ত্রাণবাহী ট্রাককে ঘিরে থাকা ভিড়কে দায়ী করে বলেছে, নিহতদের বেশিরভাগই পদদলিত হয়ে মারা গেছে।

অন্যদিকে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল-বালাহতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় বৃহস্পতিবার ৯ জন নিহত হয়েছে।

বাসিন্দারা জানিয়েছেন, দক্ষিণে রাফাহসহ ছিটমহলজুড়ে বিমান ও স্থল বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল, যেখানে এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।

পাশাপাশি, গাজায় ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। এটি বিলম্বের জন্য সাহায্য সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করেছে।

এ সম্পর্কিত আরও খবর