ভারতে ট্রাক্টর পুকুরে ডুবে ১৫ পূণ্যার্থীর প্রাণহানি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-24 16:51:47

ভারতের উত্তর প্রদেশের কাশগঞ্জ জেলায় ট্রাক্টরচালিত একটি ভ্যান পুকুরে ডুবে গেলে এতে থাকা ১৫ পূণ্যার্থীর প্রাণহানি ঘটেছে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি একটি পুকুরে ডুবে যায়। এতে ১৫ জনের সলিল সমাধি ঘটে। এর মধ্যে মধ্যে সাতজন শিশুও রয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

এপি জানায়, ট্রাক্টরটিচালিত ভ্যানে তখন মোট ৪০ জন যাত্রী ছিলেন। সবাই গঙ্গাস্নানে যাচ্ছিলেন। দুর্ঘটনায় অনেক পূণ্যার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভারতে ট্রাক্টরচালিত ভ্যানগাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও অহরহ আইন অমান্য করে ট্রাক্টরচালিত ভ্যান চলাচল করে থাকে। এর আগে ২০০২ সালে উত্তর প্রদেশে একই ধরনের ঘটনায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

শনিবারের ঘটনায় পুলিশ কর্মকর্তা অর্পণা কৌশিক জানিয়েছেন, ট্রাক্টরচালিত ভ্যানটি দ্রুতগতি চলছিল। সে কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানগাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে ডুবে যায়।

তবে ট্রাক্টরচালকের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর