ভারতে হাতির তাড়া খেয়ে প্রাণে বাঁচলেন ২ পর্যটক

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-05 18:39:25

ভারতের কর্ণাটক-কেরালা সীমান্তে অবস্থিত বান্দিপুর জঙ্গলে হাতির তাড়া খেয়ে ২ পর্যটক প্রাণে বাঁচলেও সমালোচিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সদ্য বিপদ থেকে রেহাই পাওয়ার পরে আসতে পারেন শাস্তির আওতাতেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হওয়া একটি ভয়ানক ভিডিওতে দেখা যায়, একটি বন্য হাতি দুটি লোককে তাড়া করছে এবং লোক দুজন তাদের জীবন বাঁচাতে ছুটে চলেছেন। তাদের মধ্যে একজন হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যান। কিন্তু তাকে পদদলিত করার বদলে হাতিটি হুট করেই থেমে যায়। উভয় লোককেই অক্ষত রেখে আবারও জঙ্গলে ফিরে যায় হাতিটি।

ভারতের বন পরিষেবা (আইএফএস) অফিসার পারভীন কাসওয়ান শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক্সে ভিডিওটি শেয়ার করে লেখেন, তিনি বন্যপ্রাণীর কাছাকাছি থাকাকালীন পর্যটকদের তাদের নিজস্ব যানবাহনের ভিতরে অবস্থান করার জন্য অনুরোধ করেছিলেন। বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও পর্যটকদের এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন তিনি। 

অন্যদিকে, ভিডিওটি এক্সে ভাইরাল হওয়ার সাথে সাথে জনসাধারণেরও সমালোচনার মুখে পড়ে। একজন এক্স ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, 'আপনি যখন তাদের (বন্যপ্রাণী) বাড়ি ঘেরাও করার চেষ্টা করেন তখন এমনটি ঘটবেই! পশুদের একা ছেড়ে দিন। ওদের বাঁচতে দিন।'

অপর একজন বলেছেন, 'কিছু মানুষ তাদেরকে স্মার্ট মনে করে কিন্তু তারা ভুলে যায় যে জঙ্গল তাদের নিজস্ব বাড়িঘর নয়। জঙ্গল ঘুরার একটি নিয়ম রয়েছে যা নিজের সুরক্ষার জন্যই অনুসরণ করতে হয়।'

ক্ষোভ প্রকাশ করে অপর একজন লিখেছেন, 'আশা করি গাড়িটি ট্র্যাক করা হবে এবং দোষীদের জরিমানা করা হবে। এই দুজনকে গ্রেফতার করে এক বছরের জেল দেওয়া উচিত। তাদের জানানো উচিত যে তারা এখনও বিপদ থেকে রক্ষা পায়নি।’

উল্লেখ্য, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার মতে, বনের আবাসস্থলের অবক্ষয় এবং বর্ধিত দখলের ফলে মানব-হাতির সংঘর্ষ বেড়েছে। হাতির সাথে সংঘর্ষে প্রতি বছর গড়ে ৪০০ জনেরও বেশি মানুষ মারা যায় বলে জানায় সংস্থাটি।

এ সম্পর্কিত আরও খবর