পাকিস্তানে টিকাদান কর্মসূচিতে বোমা হামলায় অন্তত ৫ পুলিশের মৃত্যু

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-08 16:00:33

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার মামন্দ তহসিলে পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় ২৭ জন আহত হয়েছেন। তারা পোলিও টিকাদান কর্মীদের সুরক্ষায় নিয়োজিত ছিলেন।

সোমবার (৮ জানুয়ারি) একটি পুলিশ ভ্যানের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) কাশিফ জুলফিকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মালাকান্দ বিভাগের কমিশনার সাকিব রাজা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে ওই এলাকায় পোলিও অভিযান স্থগিত করা হয়েছে।

রেসকিউ ১১২২-এর বিবৃতিতে বলা হয়েছে, মোহমান্দ ও লোয়ার দির জেলার উদ্ধারকারী দলকেও ‘সতর্ক’ অবস্থায় রাখা হয়েছে।

খার জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. ওয়াজির খান সাফি জানিয়েছেন, আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহত আরও ১০ জনকে পেশোয়ারের একটি হাসপাতালে রেফার করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর