হত্যার হুমকিতে মুকেশ আম্বানি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-10-28 13:33:24

ভারতের রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে চাঁদাবাজরা হত্যার হুমকি দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি হত্যার হুমকি সম্বলিত একটি ইমেইল পেয়েছেন বলে গণমাধ্যমকে জানায় মুম্বাই পুলিশ। ইমেইলে বলা হয়, অবিলম্বে ২০ কোটি রুপি চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যা করা হবে।

শুক্রবার(২৭ অক্টোবর) পাঠানো সেই ইমেইলে মুকেশ আম্বানিকে উদ্দেশ্য করে বলা হয়, ‘আপনি যদি আমাদের ২০ কোটি রুপি না দেন, তাহলে আপনাকে হত্যা করা হবে। ভারতের সেরা কয়েকজন শ্যুটার আমাদের হাতে রয়েছে।’

ইমেইলটি আসার পরপরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করেন মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার নিরাপত্তা কর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতোমধ্যে হুমকিদাতা সেই ব্যক্তিকে শনাক্তও করেছে পুলিশ।

মুম্বাই পুলিশ জানিয়েছে, শাদাব খান নামের এক ব্যক্তির ইমেইল অ্যাকাউন্ট থেকে এই হুমকি এসেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ্য মুকেশ আম্বানিকে লক্ষ্য করে এটিই প্রথম হুমকি নয়। গত বছর টেলিফোন কলে আম্বানির বাসভবন অ্যান্টিলা ও তার প্রতিষ্ঠিত হাসপাতাল এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। পরে তাকে বিহার থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ভারতের রিলায়েন্স গ্রুপের মালিক আম্বানি বর্তমানে এশিয়ার শীর্ষতম ও বিশ্বের ১৩ তম ধনী।২০২৩ সালের আগস্ট মাসের হিসেব অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ ৯১ হাজার ২০০ কোটি ডলার।

এ সম্পর্কিত আরও খবর