বিবিসির সেই উপস্থাপকের নাম প্রকাশ

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:08:46

অর্থের বিনিময়ে এক কিশোরীর ‘যৌনতাপূর্ণ’ ছবি তোলার অভিযোগে বরখাস্ত হওয়া বিবিসির সেই নামকরা উপস্থাপক নাম জানা গেছে। তার স্ত্রী ভিকি ফ্লিন্ড এক বিবৃতির মাধ্যমে নাম প্রকাশ করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম হিউ এডওয়ার্ডস। যিনি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ উপস্থাপকদের মধ্যে একজন। হিউ এডওয়ার্ডস দীর্ঘদিন ধরে বিবিসিতে উপস্থাপনা করে আসছেন।

তিনি উপস্থাপকের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের একজন। তিনি গত সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু সংবাদ, রাজকীয় বিয়ের সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছা দিয়েছেন। এছাড়া বড় বড় নির্বাচন এবং ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আসরের উপস্থাপকের দায়িত্বও পালন করেছেন তিনি।

হিউ এডওয়ার্ডসের স্ত্রী ভিকি ফ্লিন্ড বিবৃতিতে বলেন, আমার স্বামী হিউ এডওয়ার্ডস গুরুতর মানসিক অবসাদে ভুগছেন। তিনি স্বামীর মানসিক সুস্থতার স্বার্থে ও সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্বামীর পক্ষ থেকে এই বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ভিকি বলেন, তার স্বামী কয়েক বছর ধরে মানসিক অবসাদ সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এ নিয়ে তিনি কয়েকবার চিকিৎসাও করিয়েছেন। এ বিষয়ে তাদের কাছে প্রমাণপত্রও রয়েছে।

এদিকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতি বলেছে, বিবিসির ওই উপস্থাপকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্তে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে এমন কোনও আলামত পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা পুলিশ জানিয়েছে এ বিষয়ে তারা আর কোনো পদক্ষেপ নেবে না। তবে বিবিসির মহাপরিচালক টিম ডেভি জানিয়েছেন, এ বিষয়ে বিবিসির অভ্যন্তরীণ তদন্ত চলমান থাকবে।

এর আগে, দ্য সান- এর এক খবরে বলা হয়, এমন ছবি তোলার জন্য ইতিমধ্যে কৈশোর পেরোনো সেই মেয়েটিকে গত তিন বছরে প্রায় ৩৫ হাজার পাউন্ড প্রদান করে বিবিসির ওই সাংবাদিক। আর গত ১৯ মে ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবিসিকে জানানো হয়।

এদিকে অভিযোগের পর ব্রিটেনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির মহাপরিচালক টিম ডেভিডের সাথে বৈঠক করেন। ঘটনাটিকে মারাত্মক উদ্বেগের বলে মন্তব্য করেন তিনি।

এক টুইটে লুসি ফ্রেজারর বলেন, ডেভিড ( বিবিসির মহাপরিচালক) আমাকে নিশ্চিত করেছে যে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা দ্রুত তদন্ত করবে।

এ সম্পর্কিত আরও খবর