দলীয় আস্থাতে অনড় থেরেসা মে

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 07:34:00

ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির সদস্যদের আস্থা ভোটের রায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের পক্ষে গিয়েছে। এতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে বহাল থাকছেন কনজারভেটিভ পার্টির মে।

আস্থা ভোটে পার্লামেন্টে দলটির ৩১৭ সদস্যের ভোটের মধ্যে ২০০ জন সদস্য প্রধানমন্ত্রীর পক্ষে থেরেসা মের পক্ষে রায় দিয়েছে। বাকি ১১৭টি ভোট তার বিপক্ষে গিয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময় রাত ১২টা) দিকের এক গোপন ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে এ আস্থা ভোট শুরু হয়। দুঘণ্টা চলা এ ভোট শেষ হয় রাত ১২টায় (বাংলাদেশ সময় রাত ৪টা)।

ভোট শেষেই ফলাফল ঘোষণা করে। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি কনজারভেটিভ দলের নেতৃত্বেও থাকছেন মে।

তবে আস্থা ভোটের রায় মের বিপক্ষে গেলেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হত তাকে। ভোটের পূর্বে ব্রেক্সিট ইস্যুতে মারাত্মক চাপে পড়েন মে।

ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাজ্যের পার্লামেন্টের বিরোধী দলগুলো যখন মের বিরুদ্ধে আস্থা ভোটের দিনক্ষণ নির্ধারণ করছিল তখন তার দল হটাৎ করেই এ ভোটের আয়োজন করে।

এজন্য কমপক্ষে ৪৮ জন দলীয় সংসদ সদস্যের আবেদনেরও প্রয়োজন ছিল। মের বিরুদ্ধে ভোট গ্রহণের জন্য ৪৮ জন সাংসদ আবেদনপত্র জমা দিয়েছিল। এর নিমিত্তে এই ভোটের আয়োজন করা হয়েছে।

তবে ভোট গ্রহণের পূর্বেই অনেকেই অনুমান করেছিল আস্থা ভোটের রায় মের বিপক্ষে যাবে। এতে থেরেসা মে প্রধানমন্ত্রীত্ব হারাতে চলেছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর ছাপা হয়। কিন্তু শেষ পর্যন্ত দলীয় আস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদে অনড় থাকছেন মে।

এ সম্পর্কিত আরও খবর