খাসোগির হত্যা অস্ত্র বিক্রির চুক্তিতে ছেদ ফেলবেনা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 23:33:33

সাংবাদিক জামাল খাসোগির হত্যার বিষয়ে সৌদি আরবের প্রতি নিন্দা জানালেও দেশটির সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে যুক্তরাষ্ট্র।এমনকি দেশটির কাছে রেকর্ড পরিমাণ টাকার অস্ত্র বিক্রির চুক্তিও অক্ষুণ্ণ থাকবে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র তদন্ত শেষে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২১ নভেম্বর) ট্রাম্প প্রশাসনের এক বিবৃতির বরাত দিয়ে সম্পর্ক অটুট রাখার খবরটি নিশ্চিত করে বিবিসি ।

সাংবাদিক হত্যার সম্পর্কে সৌদি যুবরাজ (মোহাম্মদ বিন সালমান) ভালোভাবে জানত। কিন্তু যুবরাজের নির্দেশে হত্যা সম্পন্ন হয়েছে কিনা সেটা নিশ্চিত নয় বলে বিবৃতিতে উল্লেখ করেন ট্রাম্প।

এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থাটি খাসোগি হত্যা তদন্তে এক’শ শতাংশ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলে জানায় মার্কিন প্রেসিডেন্ট। 

এছাড়াও হত্যাকাণ্ডে সৌদি সরকারের সম্পৃক্ততা থাকলেও দেশটির সাথে  ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তির মত সিদ্ধান্ত থেকেও সরে আসবেনা বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন । 

গত ২ অক্টোবর তুরস্কে অবস্থানরত সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ হয়। এরপর কনস্যুলেটের কর্মকর্তাদের সাথে হাতাহাতিতে খাসোগি নিহত হয় জানিয়েছে সৌদি সরকার।

এরপর সন্দেহের তির সৌদি সরকারের উচ্চমহলের দিকে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিছুদিন আগেও এই হত্যার সাথে সৌদি যুবরাজের সম্পৃক্ততা রয়েছে বলে জানায়।

গোয়েন্দা সংস্থার এমন তথ্যের পর, সৌদি সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ সময়ের ব্যাপার বলে গুঞ্জন উঠে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। কিন্তু শেষমেশ হত্যা সম্পর্কে যুবরাজ জ্ঞাত থাকলেও হত্যার নির্দেশের প্রমাণ না পাওয়ার অজুহাতে দেশটির সাথে সম্পর্ক অটুট রাখছে মার্কিনীরা।

এ সম্পর্কিত আরও খবর