কর্পোরেট কর কমেছে আড়াই শতাংশ

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:34:59

করোনাভাইরাস প্রাদুর্ভাব থেকে কাটিয়ে উঠতে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের ২০২০-২১ অর্থবছরের বাজেটে তিনি এই প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ‘বর্তমানে ব্যাংক বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান মোবাইল ফোন কোম্পানি এবং সিগারেটের প্রস্তুত কোম্পানি ব্যতীত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার ৩৫ শতাংশ। যা ২০১৪-১৫ অর্থবছর থেকে অপরিবর্তিত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে করদাতাদের কভার লাঘবের লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এরূপ কোম্পানি কর হার ৩৫ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশ কমিয়ে ৩২ দশমিক ৫শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’

এ সম্পর্কিত আরও খবর