মেলার শুরুতেই ছাড়ের ছড়াছড়ি

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 03:48:19

রাজধানীবাসীর অন্যতম আকর্ষণ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু থেকেই বিভিন্ন পণ্যের ওপর মূল্য ছাড় দিচ্ছেন বিক্রেতারা। বিভিন্ন ক্যাটাগরিতে ৫ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় চলছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলায় স্টল ঘুরে এমন চিত্র দেখা যায়। স্টল কর্তৃপক্ষ বলছে, সময়ের সঙ্গে ছাড়ের পরিমাণ আরও বাড়বে।

মেলা উপলক্ষে ওয়ালটন টিভি, ফ্রিজ থেকে শুরু করে নিয়ে এসেছে নতুন ব্র্যান্ডের সব পণ্য। সঙ্গে থাকছে মূল্যছাড়।

ওয়ালটনের টিভি-ফ্রিজে চলছে মূল্যছাড়

মেলায় ব্রাদার্স ফার্নিচার সব ধরনের ফার্নিচারের ওপর দিচ্ছে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। তাছাড়া মেলায় পণ্য কিনলে থাকছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।

এদিকে কিয়াম গ্রুপ রান্নার সরঞ্জামাদিতে হোলসেল প্রাইসে বিক্রি করছেন তাদের সকল পণ্য। মেলা উপলক্ষে মাসব্যাপী চলবে তাদের এই অফার।

আরও পড়ুন- বাণিজ্য মেলার প্রথম দিন

বিভিন্ন খাবারের আইটেম বিক্রি হচ্ছে প্যাকেজ আকারে। এসব প্যাকেজের মূল্যও ক্রেতা সাধারণের সাধ্যের মধ্যে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে হরেক রকম আইটেম।

১০০-৫০০ টাকার বিশেষ প্যাকেজ

ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ক্যাশব্যাকসহ থাকছে গিফট কার্ড। তাছাড়া স্যামসাং মোবাইলে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার চলছে।

মেলায় পণ্য ছাড়ের বিষয়ে জানতে চাইলে কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের মার্কেটিং অফিসার মুজিবুল হক সোহেল বার্তা২৪.কমকে বলেন, আমরা মূলত বিভিন্ন ধরনের খাবার আইটেম করে থাকি। আমাদের সকল খাবার আইটেম নিয়ে আটটি প্যাকেজ আকারে বিক্রি করছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলার সামনের দিনে আরও অফার বাড়তে পারে।

স্যামসাং মোবাইলে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার 

নাদিয়া ফার্নিচার'র সেলস ম্যানেজার নূরহাসান উস জামান বার্তা২৪.কমকে বলেন, মেলায় আরো অনেক ধরনের ফার্নিচার রয়েছে। মেলা উপলক্ষে আমরা ক্রেতাদের ১৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছি। অন্যান্য ফার্নিচার থেকে আমাদের ফার্নিচারের ডিজাইন এবং মানে অনেক পার্থক্য রয়েছে'।

মেলায় ঘুরতে আসা আমিন বাবু নামে এক ক্রেতা বার্তা২৪.কমকে বলেন,'আজ মেলায় এসেছি ঘুরে দেখার জন্য। কোথায় কী ছাড় চলছে খোঁজখবর নিতে। ছাড়ের ক্ষেত্রে পণ্যের মান যেন খারাপ না হয় সেদিকেও খেয়াল রাখছি।

আরও পড়ুন- ৬৭ স্টল কম নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

ভ্যাট ফাঁকি রোধে বাণিজ্য মেলায় এনবিআরের আট টিম

বাণিজ্য মেলায় এখনও চলছে স্টল নির্মাণ

এ সম্পর্কিত আরও খবর