রিহ্যাব ফেয়ারে আশানুরূপ সাড়া পেয়েছে পূর্বাচল আমেরিকান সিটি

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-09 12:41:02

শীতকালীন রিহ্যাব ফেয়ারের শেষ দিন আজ । ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে শনিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত পাঁচদিনব্যাপী এই মেলা চলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শুরু থেকেই মেলার কো-স্পন্সর ইউএস-বাংলা অ্যাসেটস এর স্টলে দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে। এ মেলায় আশানুরূপ সাড়া পাচ্ছে পূর্বাচল আমেরিকান সিটি। মেলা উপলক্ষে স্মার্ট সিটি পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার। রিহ্যাব ফেয়ারে ইউএস-বাংলার স্টল নং ২১।

ইউএস-বাংলা অ্যাসেটস ঢাকার অতি সন্নিকটে পূর্বাচলে গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। প্রকল্পে রয়েছে সবুজে ঘেরা দৃষ্টিনন্দন সুবিশাল খেলার মাঠ, যার আয়তন ২০ বিঘা। নবায়নযোগ্য জ্বালানি হিসেবে প্রকল্পে থাকছে সোলার হোম সলিউশন। দেশি-বিদেশি গাছের সমন্বয়ে এগিয়ে চলছে প্রকল্পের সবুজায়নের কাজ। প্রকল্পজুড়েই থাকছে তারবিহীন সিসি ক্যামেরা, সেন্ট্রাল মনিটরিং সিস্টেমসহ যাবতীয় অত্যাধুনিক সিকিউরিটি ব্যবস্থা। দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্রিন ইউনিভার্সিটি’র সবুজে ঘেরা মনোরম স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম।

দেশের আবাসন প্রকল্পে পূর্বাচল আমেরিকান সিটি-ই প্রথম আন্ডারগ্রাউন্ড কেবল নির্মাণ করতে চলেছে। আবাসন প্রকল্পে জৈব বর্জ্য ডিকম্পোস্ট প্রযুক্তি দিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ। গ্রিন এনার্জির প্রতি ইউএস-বাংলা বরাবরাই মনোযোগী। এ প্রকল্প বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে। উল্লেখযোগ্য পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- ১৬৪ ফুট প্রশস্থ রাস্তা, ১৫০ ফুট প্রশস্থ লেক, লেক সাইট পার্ক, ১২ ফুট গ্রিন জোন, ১০ ফুট ওয়াক-ওয়ে, উন্নত ট্রাফিক সিস্টেম, নাইন হোল গলফ কোর্স, আধুনিক ড্রেনেজ সিস্টেম, রিকশা ফ্রি সিটি কিন্তু থাকবে ইলেকট্রিক ভেহিকেলস। প্রকল্পে সবুজায়নসহ লেক নির্মাণের কাজ চলছে।

স্মার্ট সিটি পূর্বাচল আমেরিকান সিটি

প্রকল্পের চাহিদা অনুযায়ী থাকবে- ৫৫০ শয্যা বিশিষ্ট আধুনিক মেডিকেল কলেজ ও হসপিটাল, ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড বোর্ডিং স্কুল এন্ড কলেজ, বাংলা ও ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন স্কুল, সার্বক্ষণিক সার্ভিলেন্স টিম, এমিউজমেন্ট পার্ক, স্পোর্টস কমপ্লেক্স, ইনডোর স্পোর্টস ফ্যাসিলিটিস যেখানে থাকবে রুম ফ্যাসিলিটি, সেমিনার এন্ড সিম্পজিয়াম ইত্যাদি সুবিধা, আউটডোর প্লে গ্রাউন্ড, হেলিপোর্ট।

একটি আবাসন প্রকল্পের পূর্ণাঙ্গ সৌন্দর্য্য বৃদ্ধি করার প্রয়াসে পূর্বাচল আমেরিকান সিটিতে থাকছে-আন্তর্জাতিকমানের কনভেনশন সেন্টার, ফাইভ স্টার হোটেল, ট্রেড সেন্টার, সুপার শপ, সেন্ট্রাল মসজিদ, নিজস্ব পাওয়ার স্টেশন, ট্রিপল ওয়ান সিস্টেম স্পেশাল নাম্বার। ।

বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে বাউন্ডারি ওয়াল সহ আবাসিক/ কমার্শিয়াল/ হাসপাতাল/ ইন্সটিটিউশন/শপিং কমপ্লেক্স/কনভেনশন সেন্টার/ ব্যাংক/ কর্পোরেট অফিসের জন্য রেডি প্লট এককালীন মূল্য/ কিস্তিতে বিক্রয় চলছে। মূল্য পরিশোধের সাথে সাথেই রেজিস্ট্রেশন ও হস্তান্তর এর সুযোগ থাকছে।

ইতিমধ্যে গ্রিন ইউনিভার্সিটি-সহ প্রকল্পে ইউএসবি এক্সপ্রেসের ব্যবসায়িক কার্যক্রম চলছে পূর্বাচল আমেরিকান সিটিতে।

এ সম্পর্কিত আরও খবর