পুঁজিবাজারে সূচকের ওঠানামা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 04:02:54

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ অক্টোবর) সূচকের ওঠানামা প্রবণতায় চলছে লেনদেন।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১৩ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২ কোটি ২৩ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৬০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

ডিএসইতে লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১২ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ২ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২ পয়েন্ট কমে যয়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৯৪৩ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৭ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তীত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- ইস্টার্ন কেবল, ন্যাশনাল টিউবস, জেএমআই সিরিঞ্জ, সামিট পাওয়ার, মুন্নু স্টাফলারস, মুন্নু সিরামিকস, পদ্মা অয়েল, বাংলাদেশ সাবমেরিন কেবল, এসইএমএল এফবিএসএল জিএফ এবং স্টাইল ক্রাফটস।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৫৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৫২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৭ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- জাহিন স্পিনিং, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কেটিএল, পদ্মা অয়েল, এসইএমএলএলইসি মিউচ্যুয়াল ফান্ড, জিকিউ বলপেন, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন কেবল এবং মেঘনা পেট্রোলিয়াম।

এ সম্পর্কিত আরও খবর