পুঁজিবাজারে সূচক বাড়ছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 13:38:02

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বেড়ে চলছে লেনদেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭০ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৩ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১২ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ১২ পয়েন্ট।

এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৮ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২৪ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৯৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫২ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তীত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু স্টাফলারস, বাংলাদেশ সাবমেরিন কেবল, মুন্টা সিরামিকস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, ইস্টার্ন কেবল, স্টাইল ক্রাফটস, ন্যাশনাল টিউবস এবং লিগ্যাসি ফুটওয়্যার।

সিএসই
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৯৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- গোল্ডেন হার্ভেস্ট, কেটিএল, আইটিসি, জাহিন স্পিনিং, মুন্নু সিরামিকস, ইস্টার্ন কেবল, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, ন্যাশনাল পলিমার এবং প্রিমিয়ার ব্যাংক।

এ সম্পর্কিত আরও খবর