রেমিট্যান্সের পর রফতানি আয়েও সুবাতাস

পোশাক শিল্প, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-04 18:36:15

দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের দুটি খাত হচ্ছে প্রবাসী আয় ও রফতানি আয়। সদ্য সমাপ্ত মাসে প্রবাসী আয় এসেছে ২১০ কোটি মার্কিন ডলার। যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এবার জানুয়ারি মাসেও বেড়েছে রফতানি আয়। ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৫ দশমিক ৭২ বিলিয়নে পৌঁছেছে। মূলত তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের রফতানি বাড়ায় এমন সাফল্য অর্জিত হয়েছে। 

রোববার (৪ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ তথ্য দেখা যায়। 

ইপিবির হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের ডিসেম্বরে রফতানি হয়েছে ৫ দশমিক ৩৭ বিলিয়ন ডলার, যা ছিল গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক শূন্য ৬ শতাংশ কম। 

আর জুলাই-জানুয়ারি সময়ের রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার হয়েছে। অর্থাৎ সাত মাসে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫২ শতাংশ।

তবে ইপিবির তথ্য থেকে জানা গেছে, জানুয়ারির রফতানি মাসিক লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের চেয়ে শূন্য দশমিক ৬৯ শতাংশ কম।

একইসঙ্গে জুলাই-জানুয়ারির রফতানি আয় ৩৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৮ শতাংশ কম। 

এ সম্পর্কিত আরও খবর