শেয়ারবাজারে বড় পতন

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-12 15:06:37

বড় পতন দিয়ে সপ্তাহ শুরু করেছে দেশের শেয়ারবাজার। দিনের শুরুতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দিনশেষে তা টেকেনি। শতাধিক কোম্পানির দরপতনে কমেছে ডিএসইর সব মূল্য সূচকই। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩০৫ প্রতিষ্ঠানের ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৬৯৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৪১৯ কোটি ৪ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) এক্সচেঞ্জটিতে ৪৬৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে একদিনে ডিএসইতে লেনদেন কমেছে ৫০ কোটি ৩৭ লাখ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজারে শতাধিক কোম্পানির শেয়ারদর কমেছে। এতে বড় প্রভাব পড়েছে মূল্য সূচকে। লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসইএক্স' ১৪ দশমিক ১০ পয়েন্ট কমে স্থির হয়েছে ৬ হাজার ২৫৭ পয়েন্টে। সাম্প্রতিক সময়ের মধ্যে একদিনে এত বেশি পয়েন্ট হারায়নি 'ডিএসই এক্স'।

প্রধান সূচকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' আজ ৪ দশমিক ৬২ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' কমেছে ২ দশমিক ৫৮ পয়েন্ট।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০৫ প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ারদরই কমেছে। দর অপরিবর্তিত ছিল ১৪৯ কোম্পানির শেয়ারের। বিপরীতে মাত্র ৪৬ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। একদিনে কোম্পানিটির ১৫ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ৪৭ লাখ ৪০ হাজার ৭১৩টি শেয়ার হাতবদল হয়েছে।

এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষে এক্সচেঞ্জটির সার্বিক সূচক 'সিএএসপিআই' ৪২ দশমিক ৪২ পয়েন্ট হারিয়েছে। এদিন সিএসইতে ১৬৪ প্রতিষ্ঠানের ৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭২ প্রতিষ্ঠানের শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৬৮টির। বিপরীতে মাত্র ২৪ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর