শেয়ারবাজারে পতন, কমল লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-07 15:11:01

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনও। দিনের শুরুতে বিমা খাতের কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও দিনশেষে এ খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ারদর হারিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯ প্রতিষ্ঠানের ১২ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৪৯৮টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা। আগের কার্যদিবসে (সোমবার) ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ হিসেবে একদিনে ডিএসইতে লেনদেন কমেছে অর্ধশত কোটি টাকা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' দশমিক ৯৭ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসইএস' কমেছে দশমিক ৩০ পয়েন্ট। আর বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' এদিন ২ দশমিক ৭৬ পয়েন্ট কমেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৭টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৮৭টির। বিপরীতে মাত্র ৫৫ কোম্পানির শেয়ারদর আজ বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সেচেঞ্জে আজ সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। একদিনে কোম্পানিটির ৩৫ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ১ কোটি ৮৯ হাজার ৫৩২টি শেয়ার হাতবদল হয়েছে।

দিনের শুরুতে ডিএসইতে বিমা কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও শেষ মুহুর্তে সেটি টেকেনি। দিনশেষে এ খাতের ৩২টি কোম্পানি শেয়ারদর হারিয়েছে। দর বেড়েছে ১১ প্রতিষ্ঠানের শেয়ারের। এছাড়াও বিমা খাতের ১১ কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

এ সম্পর্কিত আরও খবর