সোশ্যাল ইসলামী ব্যাংকে টেবিল টেনিস কোর্টের উদ্বোধন

ব্যাংক বীমা, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-17 15:17:21

‘প্রতিদিন সকল ব্যাংকারের অন্তত এক ঘণ্টা সময় খেলাধুলার পেছনে ব্যয় করা উচিত’ বলে জানিয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

শুধু কাজ নয়, কাজ শেষে শারীরিক ও মানসিক উৎকর্ষের লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে টেবিল টেনিস কোর্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান, বিভিন্ন বিভাগের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাফর আলম আরও বলেন, বিরতিহীন কাজের পর শরীর ও মনের অবসাদ দূর করতে পারে খেলাধুলা। ব্যাংকের কর্মকর্তাদের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, সকলকে উদ্দীপ্ত করার লক্ষ্যেই এই টেবিল টেনিস কোর্টের উদ্বোধন করা হলো যাতে অফিস শেষে ব্যাংকাররা খেলাধুলায় অংশ নিতে পারে।

এ সম্পর্কিত আরও খবর