চবি রাজনীতি বিজ্ঞানের সুবর্ণ জয়ন্তী ১৩-১৪ ফেব্রুয়ারি

বিবিধ, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 11:59:28

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী আগামী ১৩-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সুবর্ণ জয়ন্তীর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বার্তা২৪.কমকে জানান, 'দুইদিনব্যাপী সুবর্ণ জয়ন্তীতে থাকবে স্মৃতিচারণ, সেমিনার, আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান।'

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আর. আই. চৌধুরী ১৯৬৮ সালে এ বিভাগ প্রতিষ্ঠা করেন, যিনি পরবর্তীতে চবির উপাচার্য হয়। বিভাগের আরেক সিনিয়র শিক্ষক প্রফেসর ড. এম. বদিউল আলমও চবির উপাচার্য হয়েছিলেন। উপ-উপাচার্য হয়েছিলেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দীন এবং ইউজিসি সদস্য হন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল হাকিম।

সুবর্ণ জয়ন্তী প্রচার উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহফুজ পারভেজ বার্তা২৪.কমকে বলেন, সুবর্ণ জয়ন্তীতে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হবে চবি ক্যাম্পাস। মিলন মেলায় পরিণত হবে পুরো ক্যাম্পাস নবীন-প্রবীণের পাদচারণায়।'

সুবর্ণ জয়ন্তীর রেজিস্ট্রেশন কার্যক্রম বিভাগ ছাড়াও ওমর গণি এমইএস কলেজ এবং চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইন্সটিটিউটের চবি তথ্য কেন্দ্রে সম্পন্ন করা যাবে।

এ সম্পর্কিত আরও খবর