আবরার হত্যা: বিচারের দাবিতে ঢাবি সাদা দলের মৌন অবস্থান

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-20 02:16:07

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে মৌন অবস্থান করেছে ঢাকা বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা। এতে অংশ নেন অর্ধশতাধিক শিক্ষক।

এই কর্মসূচিতে আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপিপন্থী শিক্ষকরা।

বুধবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘আবরার হত্যায় আজ আমরা স্তম্ভিত। পুরো জাতি স্তম্ভিত। আগামী দিনে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই সমস্ত সন্ত্রাসী ছাত্র সংগঠনের নেতারা সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের মদদে এই সব অপর্কম করেন’।

তিনি আরো বলেন, ‘আবরার হত্যার মধ্য দিয়ে আমরা যদি রুখে না দাঁড়াই, আরো চরম মূল্য দিতে হবে। আমরা মনে করি আবরার স্বাধীনতার রক্ষার জন্য জীবন দিয়েছে। সে শহীদের মর্যাদা পাবে’।

এ সম্পর্কিত আরও খবর